ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার কম্প্রেসার ফিল্টার বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার হাজিরবাজার এলাকার শাবাব ডায়িং কারখানাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪ টার সময় ওই কারখানার কম্প্রেসার সার্ভিস রুমের ভেতর চারজন লোক কাজ করছিলেন। পরে কম্প্রেসারটি চালানোর সাথে সাথে এটি বিষ্ফেরিত হয়। এতে আবু বক্কর সিদ্দিক (৪৫), ইলেক্ট্রেশিয়ান মাহাবুব (৪৫), মাহাবুল (৩০) ও প্রকৌশলী সাখাইদ (৩০) নামে চারজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে ভালুকা ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ভালুকা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আাশরাফুল কবির জানান, আহতদের শরীর প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।
কারখানার ম্যানেজার অ্যাডমিন মো: ওবাইদুল হক রতন জানান, কারখানার কম্প্রেসার রুমে কাজ করার সময় হঠাৎ কম্প্রেসার ফিল্টার বিস্ফোরণ ঘটলে দুর্ঘটনাটি ঘটে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১৭