ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের প্রধান সড়কে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর সাহা, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী নাগরিক মোর্চার যুগ্ম আহবায়ক আনম জাহের উদ্দিন, সিপিবি নেতা জাফর উল্লাহ বাহার, বাসদ নেতা দলিলের রহমান দুলাল।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১৮