বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার পর আটক হওয়া এক শিশুসহ চার বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। তাদেরমধ্যে একজন নারী ও দু’জন পুরুষ রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমন্তের জিরো লাইনের কাছে অনুষ্ঠিত একপতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি’র ভোমরা কেম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, "ফেরত আসা বাংলাদেশী নাগরিকরা হলেন, যশোরের মনিরামপুরের আশুতোষ রায়(২৭), সাতক্ষীরার রাজার বাগান এলাকার দেবেন্দ্র নাথ দাস (৩৩) ও সদর উপজেলার নারান জোলগ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রিক্তা বেগম ও তার তিন বছরের শিশু মেয়ে পান্না আক্তার।"
বিজিবি সূত্র জানায়, শিশুসহ চার বাংলাদেশী নাগরিক শুক্রবারসকালে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর সেদেশেরঘোজাডাঙ্গা এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) তাদেরকে আটক করে। পরে এঘটনা বিজিবি ভোমরাকে অবহিত করার পর তাদেরকে হস্তান্তরের বিষয়ে বিকালেভোমরা সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে সুবেদার সিরাজুল গনি ও বিএসএফএর পক্ষে ঘোজাডাঙ্গা ক্যাম্প অধিনায়ক ডিপি সিংউপস্থিত ছিলেন।ফেরত আসা বাংলাদেশীদের সাতক্ষীরা সদরথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩