সাভারে দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা মূল্যের ৬ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলার ই্য়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রাম থেকে জাহের আলী (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জাহের আলী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি ১০ টাকা কেজি চাল প্রকল্পের ওই ইউনিয়নের ডিলার বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সাভার উপজেলায় ১০ টাকা কেজি চাল প্রকল্পে ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। দলীয় বিবেচনায় ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতাদের দেয়া হয়েছে অগ্রাধিকার। এছাড়া জনপ্রতি চাল ওজনে কম দেয়ারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম জানান, ইয়ারপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহেদ আলী অবৈধভাবে মুদি দোকানে চাল বিক্রি করেছেন এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ইয়ারপুর ইউনিয়নের মধ্য তৈয়বপুর এলাকায় শহিদুলের মুদি দোকানে অভিযান চালায়।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-২২