নেত্রকোনা জেলার দূর্গাপুর মেনকিকান্দা সীমান্ত এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদসহ মোঃ কালাম (৩৫) নামে এক চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে আটক করা হয়।
নেত্রকোনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে কালাম বিদেশি মদ চোরাচালান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মেনকিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (চোরাচালান) মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-২৪