বরিশালের বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের ১১টি প্রতিমা কুপিয়ে-খুঁচিয়ে ক্ষতিগ্রস্থ করার অভিযোগে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে বাবুলের ভাই সরোয়ার হাওলাদারের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান।
গ্রেফতারের পর তাকে কঠোর গোপনীয়তার মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের কর্মকর্তারা। বাবুল ওই গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। গত বৃহস্পতিবার ভোরে লুঙ্গি পরিহিত এবং গামছা দিয়ে মুখমন্ডল ঢেকে রাখা এক বক্তি একটি সাবল দিয়ে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে সে মন্দিরে থাকা ১১টি প্রতিমা সাবল দিয়ে কুপিয়ে-খুচিয়ে ক্ষতিগ্রস্থকরে। পুরো বিষয়টি ধরা পড়ে মন্দিরের সামনে লাগানো একটি ক্লোজসার্কিট ক্যামেরায়।
খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা করে অভিযুক্তকে সনাক্ত করে। আজ রাতে অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিবেকানন্দ কুন্ডু বাদী হয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৭