কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি গাছে দুই বন্ধুর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার গবরাগাড়া দক্ষিণপাড়া গ্রামের শাজাহান মালের ছেলে মশিউর রহমান (১৮) ও হুজুর আলী মোল্লার ছেলে রকিবুল ইসলাম (১৯)। তাদের গলায় রশি প্যাঁচানো ছিল।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দাড়েরপাড়া গ্রামের পার্শ্ববর্তী আদাবাড়িয়া মাঠে একটি বাবলা গাছে লাশ দু'টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ দুই বন্ধু মশিউর ও রকিবুল নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে মাঠের মধ্যে গাছে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দু'টি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ