ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনকে (২২) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সাদত প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চত করে বলেন, আহত ওই ছাত্রলীগ নেতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুজে বের করার চেষ্টা চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন অজ্ঞাত যুবক সারোয়ারকে স্থানীয় সাদত প্লাজার পাশে একটি গলিতে ডেকে নিয়ে যায়। এসময় তাকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলার ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম