বগুড়া নিউ মার্কেটে অস্ত্রেরমুখে স্বর্ণলুট করে নিয়ে গেছে ডাকাতদল। লুট করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। ঘটনার পর শাজাহানপুর থানা পুলিশ ধাওয়া করে বগুড়ার নয়মাইল নামকস্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সোয়া ৭টার সময় একদল ডাকাত বগুড়া শহরের নিউ মার্কেট এর আল হাসান জুয়েলার্সে হানা দেয়। তারা ভেতরে ঢোকার পরপরই অস্ত্রের মুখে দোকান মালিক ও কর্মচারিদের জিম্মি করে। এসময় তারা দোকানে লাগানো সিসি টিভি ক্যামেরার রেকর্ডিং ডিভাইস খুলে নেয়। এরপর সিন্দুক ভেঙে নগদ টাকা ও দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। দোকান থেকে বের হওয়ার পথে তারা ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্রিন্টারের আঘাতে আনোয়ার আলী (৫০) ও জাকির হোসেন (৩৫) নামে দুই পথচারি আহত হন।
সংবাদ পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় সতর্ক প্রহরা বসায়। পুলিশের প্রহরার মধ্যে ডাকাতদল মাইক্রোটি নিয়ে শাজাহানপুর থানা হয়ে পালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে আটক করে।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, পুলিশের সথে গুলি বিনিময়ের পর এক ডাকাতকে লুণ্ঠিত স্বর্ণসহ আটক করা হয়েছে। সে আহত থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে। আটককৃত ডাকাত অজ্ঞান থাকায় তার নাম পরিচয় পাওয়া যায় নি। ডাকাতদের ব্যবহৃত গাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণলংকার উদ্ধার এবং এক ব্যাগ ককটেল পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার