সবজি চাষ করে জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক মেহেদী হাসান। কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গত ৭ জানুয়ারী জাতীয় সবজি মেলা ২০১৭-এ অংশ নেয়া এবং ২০১৬ সালে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সবজি উপৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখায় তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী এলাকার মেহেদী হাসান বিভিন্ন সবজি উৎপাদনের মাধ্যমে প্রতিবছর বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছিল। সেই ধারাবাহিকতায় সারা দেশের ৬ জনের মধ্যে ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে আনুষ্ঠানিকভাবে কৃষক মেহেদী হাসানকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোকবুল হোসেন এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/হিমেল