কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাততে আটক করেছে র্যাব।
রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান সমাপ্ত করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২টি থ্রি-নট থ্রি,৩টি এলজি, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে থেকে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো গোপন সংবাদে এ তথ্য পেয়ে শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র্যাব। প্রথমে দল নেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে অন্যদেরও গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এ দলটি দীর্ঘদিন থেকে ডাকাতি করে আসছিলো।