ভুলে ভরা পাঠ্যপুস্তক ও প্রগতিশীল লেখকদের লেখা পাঠ্যবই থেকে বাদ দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
শহরের ছোটবাজারস্থ স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে সাহিত্য সমাজ, উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, নাগরিক আন্দোলনসহ লেখক সাংবাদিক নেতৃবৃন্দ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন।
এসময় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাহিত্য সমাজের সভাপতি প্রভাষক কামরুজ্জমান চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, নাগরিক আন্দোলনের হারুনুর রশিদ, ব্রজগোপাল সরকার, বাতিঘরের সঞ্জয় সরকার ও নীলম বিশ্বাস রাতুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/হিমেল