বরিশাল নগরীতে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে নগরীর কালিবাড়ি রোডের বিএম কলেজ সংলগ্ন শহীদ কাঞ্চন উদ্যানের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মৃদুল ও তৌকির আহম্মেদকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা অভিযোগ করেন, সায়মুন নামে এক যুবকের নেতৃত্বে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে আকস্মিক তাদের উপর হামলা চালায়।
স্থানীয়রা জানায়, আহত মৃদুল ও তৌকির এবং হামলাকারী সায়মুন সমবয়সী এবং একে অপরের বন্ধু। তারা দীর্ঘদিন ধরে শহীদ কাঞ্চন উদ্যানের সামনে নিয়মিত আড্ডা দিত এবং সেখানে বেড়াতে আসা নারীদের ইভটিজিং করতো। কিছুদিন আগে এক তরুনীকে ইভটিজিং করা নিয়ে তিন বন্ধুর মধ্যে বিরোধের সৃস্টি হয়। এর জের ধরে শনিবার রাতে সায়মুনের নেতৃত্বে ৪টি মোটর সাইকেলে কয়েক যুবক শহীদ কাঞ্চন পার্কের সামনে গিয়ে অতর্কিতে মৃদুল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, "কালিবাড়ি রোডে হামলার ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।"
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪