নেত্রকোনায় আলী হোসেন (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করে কোর্টে সোপর্দ করেছে ডিবির পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়।
আটককৃত ব্যক্তি নেত্রকোনার মদন উপজলোর ফতপেুর ইউনয়িনরে দওশহলি গ্রামরে মোহাম্মদ আলীর ছেলে। গত সোমবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ওই ভুয়া পুলিশকে আটক করা হয়।
নেত্রকোনা ডিবির ওসি মোঃ আবুল কায়েস আকন্দ জানান এসময় তার কাছ থেকে তার ছবি যুক্ত বাংলাদেশ পুলিশের মোঃ বদিউল আলম নামে একটি আইডি কার্ড, কোর্টের রিকল ও পুলিশের বইসহ বেশকিছু কাগজ পাওয়া যায়। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরো জানান, সোমবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহাতীতভাবে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে এসআই শরফিুলসহ বশে কয়কেজন ডিবি পুলশি তাকে আটক করে নিয়ে আসার পর জিজ্ঞেসাবাদ করে জানা যায় সে এক ভুয়া পুলিশ।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল