Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৫৬
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২২

বরগুনায় অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত

অনলাইন ডেস্ক

বরগুনায় অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মিভূত

বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে পাঁচটি দোকান ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। রাতে হঠাৎ মানুষের চিৎকার শুনে গিয়ে দেখেন দোকানে আগুন লেগেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মুদি, ইলেক্ট্রনিক্স, মুরগি, জুতার দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আন‍া হয়। 

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য