ফজরের নামাজের পর বৃহস্পতিবার আম-বয়ানের মধ্য দিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে চিনিকল সংলগ্ন মাঠে জেলা পর্যায়ে প্রথমবারের মতো এই ইজতেমা শুরু হয়েছে।
ইজতেমায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার মুসল্লি ছাড়াও বিপুল সংখ্যক দেশি-বিদেশি মুসল্লির সমাগম হচ্ছে।
জানা গেছে, ইজতেমা মাঠ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে দেশের অভ্যন্তরে ও বিদেশে সম্ভাব্য শতাধিক মুসল্লির জামাত বের হবে। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসক দল, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ বেশ কয়েকটি দেশের মুসল্লিরা এসেছেন।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা