সাভার আশুলিয়ার বড় আওলীয়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি, ওসি) এফ এম সায়েদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম