ঢাকাস্থ লালপুর (নাটোর) উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার লালপুর উৎসব-২০১৭ এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এবারের উৎসবে জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান লালপুরের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান করা হবে। তাদের মধ্যে আছেন- সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান (মরণত্তোর), বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং লালপুর উপজেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান এবং ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানসহ প্রশাসন, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, ব্যবসাসহ মোট ২১ জন।
এছাড়া লালপুর উপজেলা থেকে সদ্য বিসিএস উত্তীর্ণ ১০ জন কৃতি সন্তানকেও সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানের দিন সকালে নিজ নিজ পরিচিতি, অনুভূতি প্রকাশ, খেলাধুলা, গুণীজন সম্মাননা প্রদান এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম