প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর ক্বীন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ স্কয়ার পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি হবে সিলেট নগরীর ভেতর প্রথম চার লেন সড়ক।
এছাড়া অর্থমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের আওতাধীন আরও দুইটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হলো আট কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউটাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজ এবং ছয় কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ক্বীন ব্রিজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা দুই লেনে উন্নীতকরণ কাজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা