লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
সমিতির মোট ১৩টি পদের মধ্যে ছয়টি পদে ছয়জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এর মধ্যে সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত মো. জিয়াউর রহমান, রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত মো. ফিরোজ উদ্দিন, মুনতাসিরুল হোসেন (মুন্নু), জামায়াত সমর্থিত সুফিয়ান কামাল শামীম ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত শাহাদাত হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
অপর সাতটি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সভাপতির দুইটি পদে চারজন, সহ-সম্পাদকের দুইটি পদে চারজন ও পাঠাগার সম্পাদক পদের জন্য দুইজন।
সমিতির ২৪২ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন আইনজীবী জহর লাল ভৌমিক, শামছুদ্দিন পাটোয়ারী ও মো আব্দুল গফুর।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা