ভারতের সাথে করিডোর চালুর দাবিতে দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশ যৌথ প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ‘বালুরঘাট-হিলি টু মহেন্দ্রগঞ্জ-তুরা (মেঘালয়) থ্র বাংলাদেশ’ করিডোর দীর্ঘদিনেও চালু না হওয়ায় উভয় দেশের সরকারের প্রতি সেটি অনতিবিলম্বে চালুর দাবিতে জেলার হাকিমপুরের হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ‘জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর’ এর আয়োজনে এ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহিনুর রেজা শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, হিলি স্থল বন্দর উন্নয়ন সমন্বয় কামিটির সভাপতি ও জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোরের সদস্য আবুল কাশেম আজাদ, হারুন উর রশিদ হারুন, কমিটি ভারতীয় প্রতিনিধি দলের আহ্বায়ক নবকুমার দাস, সদস্য রুপক দত্ত প্রমুখ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সড়ক পথে দুরত্ব প্রায় ৭’শ কিলোমিটার। আর এই করিডোরটি চালু হলে এর দূরত্ব কমিয়ে এক’শ কিলোমিটার হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার