চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় আজ সকাল ১০টার দিকে যাত্রীবাহী ট্রলার থেকে ২৭০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টহল দল পুরাণ বাজার ভুঁইয়ার ঘাটে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মকবুল হোসেন জানান, জব্দকৃত জাটকাগুলো দুপুরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসকের কোল্ড স্টোরেজে জমা করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার