Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩৪
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৪৭

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতদের বাড়ি সদর উপজেলার করটিয়া এলাকায়। এরা হলেন, মা সাফিয়া আক্তার (২১) ও ছেলে সাখাওয়াত (১)।

এলেঙ্গা ফাড়ির এসআই শাহ আলম জানান, হতাহতরা সিএনজি চালিত অটোরিক্সা যোগে টাঙ্গাইল থেকে করটিয়া যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী তেলভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা সাফিয়া আক্তার (২১) ও ছেলে শিশু সাখাওয়াত (১) নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে নিহত সাথীর স্বামী রাজীবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক সোহাগকে আটক করেছেন।

 


বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল


আপনার মন্তব্য