বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমাদের ছেলে-মেয়েদের আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে তারা যেন পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সম্পন্ন জ্ঞানেও সমৃদ্ধ হতে পারে।
আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জ, জিনজিরার জিসান কনভেনশন সেন্টারে জিনজিরা সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্য করে নসরুল হামিদ বলেন, ছেলে-মেয়েদের তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনে উৎসাহিত করুন। সবাইকে ইন্টারনেট ব্যবহার জানতে হবে। বাংলাদেশের কোনো মানুষ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনজিরা সমিতির সভাপতি প্রকৌশলী অধ্যাপক এম এ কাইউম। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জিরজিরা ইউপি চেয়াম্যান সাকুর আহমেদ প্রমুখ।
পরে ১৭১ জন ছাত্রছাত্রীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম