রেলপথমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, বিএনপি বিগত নির্বাচনে না গিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখান করবে।
আজ শনিবার সকালে কুমিল্লায় আঞ্চলিক আয়কর ভবনে কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগদানকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে সাধারণ মানুষ হত্যা, ভাঙচুর ও সম্পদহানী করেছে।
বিএনপি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে বলেও জানান তিনি।
জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল আমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জীবন সদস্য অধ্যক্ষ আফজল খান, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইরফানুল হাসান ও অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম