বিডিআর বিদ্রোহের নেপথ্যে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ শনিবার রাতে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ২৫ হাজার মেট্রিক ট্রন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্যগুদামের উদ্বোধন করবেন। তাই নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহীসহ উত্তরাঞ্চলের সকল জেলার আওয়ামী লীগসহ জনসাধারণকে একত্রিত করতে হবে।
একই সঙ্গে শিগগিরই নওগাঁ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ করারও আহ্বান জানান তিনি।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য এসএম কামাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শেখর প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম