খুলনায় কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অর্ধদিবস প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে বালাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখা। সোমবার সকাল থেকে শহরের সকল কম্পিউটার ব্যবসায়ী নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতি জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন তপন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম লিটন, সদস্য মোখলেছুর রহমান, জয় প্রকাশ মন্ডলসহ কম্পিউটার ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অবিলম্বে খুলনায় কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনি’র ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ব্যবসায়ীবৃন্দ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ