ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাহ্য পদার্থের ড্রাম বিষ্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নে তরবপাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- রমজান আলী (৪৮), আবুল কালাম (৪০) ও নজরুল (৪০)। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান জানান, দাহ্য পদার্থের ড্রামটি ফুটো করে পাইপ ঢুকাচ্ছিল তারা। এসময় মোমবাতি দিয়ে ফুটো বন্ধ করতে গেলে ড্রামটি বিষ্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন দগ্ধ হয়। পরে আহতদের ফায়ার সার্ভিসের গাড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তিনজন দগ্ধ হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ