পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ফোন করে ডেকে নিয়ে জালাল হাওলাদার (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল উত্তর পৈকখালী গ্রামের আ. কাদের হাওলাদার এর ছেলে। নিহত জালাল এক সন্তানের জনক।
জানা যায়, জালাল হাওলাদারকে অজ্ঞাত একটি নম্বর থেকে মোবাইল ফোনে কল করে সন্ধ্যায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয় সেলিম চৌকিদারের বাড়ির পাশে বাগানে জালালকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, অর্থ সক্রান্ত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার