কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪৯ টি কেন্দ্রের সবকটির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জহিরুল ইসলাম মবিন। তিনি পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সোহেল পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জহিরুল ইসলাম নূরু পেয়েছেন ১৯ হাজার ২২ ভোট।
নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৬৮ হাজার ২৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।