মাগুরা সদরের মাধবপুর খালের পাড়ে এক নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। সোমবার সাকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে।
মাগুরা সদর থানার এস আই রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি মাধবপুর ইট ভাটার পাশে খালের মধ্যে একটি শিশুর লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই ৭/৮ মাসের একটি কন্যা শিশু পানির ধারে এক টুকরো কাপড়ে মোড়ানো মৃত অবস্থায় পড়ে আছে। পরে নবজাতকের লাশ সেখান থেকে উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল