পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জালাল হাওলাদার (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল হাওলাদার উপজেলার উত্তর পৈকখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জালাল হাওলাদরকে ফোন করে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেলিম চৌকিদারের বাড়ির পাশের মাঠে জালালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বত্তরা। স্থানয়ীরা জালালকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামন তালুকদার জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল