যশোরের কেশবপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ত্রিমোহিনী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আনিসুর রহমান উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।
যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমোহিনী বাজারে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল