ফেনী সদর উপজেলায় মো. ইলিয়াস নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও চারজনকে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে ফেনী সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- আবু আল সাইয়ীদ, হৃদয় আলম, মো. রুস্তম ও সেলিম চৌধুরী। এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের বিরিঞ্চির এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটকের পর এই শাস্তি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল