চাঁদপুর সদর উপজেলা থেকে ১৩ মামলার আসামি মো. জলিল (৩৩) ওরফে ভাগিনা জলিলকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় শহরের বাসস্ট্যান্ড রোডের তাজমহল হোটেলের তৃতীয় তলার ৪১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক জলিল কুমিল্লা সদর দক্ষিণ থানার টেক বালিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ ওলি বলেন, জলিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচারকারীদের মধ্যে অন্যতম। সে ভারত সীমান্তের ৪ পয়েন্ট দিয়ে আসা মাদক দেশে পাচার করে। সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল