লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ্ মিয়া কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার আজিজুল হকের ছেলে।
জানা যায়, ভ্যান গাড়ির নিচে বিশেষ বক্সে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন খবরে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে থানা পুলিশ উত্তর বালাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ভ্যান গাড়িটি আটক করা হয়। পরে ভ্যানের ভিতরের বিশেষ বাক্সটি তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ্ মিয়াকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকবুল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল