ঘন কুয়াশার কারণে পৌনে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরিসহ সব রকম নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম। এর আগে তিনি জানান, ঘন কুয়াশায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সামছুল আলম আরও জানান, কুয়াশার কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলো পারাপার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম