ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের আমপাথারী গন্ডগ্রাম গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ ওরফে পিচ্চি আসাদকে ১শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ডিবির এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আমপাথারী গন্ডগ্রাম গ্রামের লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান আসাদ ওরফে পিচ্চি আসাদ দির্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিচ্চি আসাদকে গন্ডগ্রাম গ্রামের নতুন বাজার এলাকায় ইয়াবা বিক্রয়ের সময় ১শ' পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, পিচ্চি আসাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা হয়েছে।