ঢাকা -চট্টগ্রাম মহাসকের কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘরে যাত্রীবাহী বাস তল্লাশিকালে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে জেএমবি সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে এক জেএমবি সদস্য আহত হয়। এসময় অপর একজনকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছালে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির ভেতর থেকে দুই জেএমবি সদস্য নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করলে এক জেএমবি সদস্য গুলিবিদ্ধসহ অপর এক জেএমবি সদস্য আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। বোমা বিস্ফোরণে পুলিশের কোন ক্ষতি হয়নি। আহতকে স্থানীয় চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মো. শাহ আবিদ হেসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।