ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর্যালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অপরদিকে, সৈয়দ আবুল হোসেন একাডেমীতে পৌর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা সরদার লোকমান হোসেন।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৭/ফারজানা