ফেনীর সোনাগাজীতে আজ সকালে পাওনা টাকা আদায়ের ঘটনায় শাহাদাত হোসেন ফারুক (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোনাগাজীর কাজির বাজার এলাকার আওরার খিল গ্রামের করিমুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন নিহত ফারুকের মা আয়েশা বেগম (৪৭)।
জানা যায়, ভিসা সংক্রান্ত ব্যাপারে ফারুকের পরিবার একই এলাকার ইউসুফদের কাছে টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে এ টাকা চাওয়া হলে তা দিতে অস্বীকৃতি জানায় ইউসুফরা। এরই জের ধরে ইউসুফের ছেলে মিজানের কাছে টাকা চাইলে মিজান ফারুকের মা আয়েশা আক্তারের ওপর চড়াও হয়। মাকে বাঁচাতে ফারুক এগিয়ে গেলে মিজান তাকে ছুরিকাঘাত করে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার