ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণের জন্য ৭মার্চ ইতিহাসে অবিস্মরণীয়। বিশেষ মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। এছাড়া জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেনসহ যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধাদের মধ্যে মহানগর কমান্ডার মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার