ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, নব গঠিত কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাবেক পৌর মেয়র এসএমএ মঈন প্রমুখ।
এ সময় নতুন কমিটি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। পরে জেলার রেজিস্ট্রেশন ক্লাবগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম