গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আপেল মহন্ত (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপেল উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রারপাড়া গ্রামের সুজন মহন্তের ছেলে এবং স্থানীয় বালারছিরা কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে সিএনজি চালিত অটোরিকশা করে ইন্দ্রারপাড়া থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল আপেল। পথে ধোপাডাঙ্গা বাজারের পাশে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই আপেলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম