কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জান্নাত (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া এলাকার সোলেমান মিয়ার মেয়ে।
শহরের সৈকত আবাসিক এলাকার সাজ্জাদ হোটেল থেকে মঙ্গলবার বেলা ১১টায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই নুরুল হক।
তিনি আরও জানান, হোটেলের নিবন্ধন খাতা থেকে মেয়েটির নাম জান্নাত (২২) এবং বাড়ি ভোলা বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
'ওই হোটেলের একটি কক্ষে মেয়েটির লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কক্ষ থেকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।' যোগ করেন নুরুল হক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের সঙ্গে পাওয়া মোবাইলে থাকা নাম্বারে কল দিয়ে বিষয়টি তার মাকে জানানো হয়। খবর পেয়ে তারা কক্সবাজারে আসছেন।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম