লালমনিরহাট জেলার হাতীবান্ধায় একটি দেশীয় পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে উপজেলার তিস্তা ব্যারাজ সানিয়াজান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খোরশেদ আলম।
এ সময় ২ রাউন্ড গুলি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিউল সানিয়াজার ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের এসাহাক আলীর পূত্র বলে জানা গেছে।
মেজর খোরশেদ আলম জানান, রবিউল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম ও সহকারী পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ইজিবাইক থেকে অস্ত্র, গুলি ও কার্তুজসহ রবিউলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব