কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন জেলার মুরাদনগরের নহল চৌমুহনী গ্রামের হানিফ মিয়ার ছেলে শহিদুল ইসলাম(২৮) ও পাশ্ববর্তী রাণীমতি গ্রামের জাকির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২২)।
মঙ্গলবার সকালে তাদের আটক করা হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার এএসআই কৃষ্ণ সরকার।
এএসআই কৃষ্ণ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ শহিদুল ও সাদ্দামকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব