চাঁপাইনবাবগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অভিযুক্ত চেয়ারম্যান পক্ষের লোকজনের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় চারজন আহত হয়েছেন।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বিচারপ্রার্থী এক নারীকে বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বাঙ্গাবাড়ী বাজারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে চেয়ারম্যান পক্ষের লোকজন হামলা করে বলে অভিযোগ করেন ইউপি সদস্য আ. লতিফ।
তিনি জানান, হামলাকারীরা লাঠিসোটা নিয়ে মানবন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করে। এতে আবুল হোসেনের ছেলে সাদির (৪৫), সালাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৫), সোলেমান বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৩৯) ও লিয়াকতের ছেলে ফাহমিদুল (২৫) আহত হন। তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ রির্পোট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব