বগুড়ার ধুনট উপজেলায় বাবার অভিযোগে রিপন মাহমুদ (১৯) নামে মাদকাসক্ত এক ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রিপন মাহমুদ ধুনট উপজেলার পাঁচথুপি-সরোয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত রিপনের বাবা সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে রিপন। অনেক শাসন করেও তাকে বিপথ থেকে ফেরানো সম্ভব হয়নি। মাদকদ্রব্য কেনার টাকার জন্য আমাকে ও আমার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে অবশেষ মঙ্গলবার সকালের দিকে রিপনকে ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, মা-বাবাকে নির্যাতনকারী মাদকাসক্ত রিপন মাহমুদকে মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় ৬ মাসের কাদাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রট। সাজাপ্রাপ্ত আসামি রিপনকে ধুনট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল