বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের একটি বাগান থেকে আব্দুর সালাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দেপাড়া গ্রামের মধু হাজীর বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সালাম মোল্লা পাশ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের মৃত আহম্মেদ আলী মোল্লার ছেলে। সালাম মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াত বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, স্থানীয় এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে গলায় রশি দেয়া অবস্থায় সালাম মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার